বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫ - ১২:০১
অত্যাচারিকে ক্ষমা করার মহান পুরস্কার

ক্ষমা শুধু নৈতিক গুণ নয়; এটি আল্লাহপ্রদত্ত এমন এক আচরণ, যার মাধ্যমে মানুষ দুনিয়াতেও সম্মান পায় এবং আখিরাতেও মর্যাদার অধিকারী হয়। মহানবী ﷺ এক হাদীসে ক্ষমাশীলতার এই অসাধারণ প্রতিদান সম্পর্কে সুস্পষ্টভাবে ইঙ্গিত করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,
مَن عَفا عَن مَظلِمَةٍ أبدَلَهُ اللّه ُ بِها عِزّا فی الدّنیا و الآخِرَةِ
“যে ব্যক্তি তার প্রতি সংঘটিত কোনো জুলুম বা অন্যায় ক্ষমা করে দেয়, আল্লাহ তা‌আলা সেই ক্ষমার বিনিময়ে তাকে দুনিয়া এবং পরকালে‌ও সম্মান ও মর্যাদা দান করেন।”

[আমালী তূসী, পৃষ্ঠা ১৮২, হাদীস ৩০৬]

আপনার কমেন্ট

You are replying to: .
captcha